জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিসিবি’র সাবেক পরিচালক ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র নেত্রীত্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) মুক্তিযুদ্ধ যুব কমান্ডের আয়োজনে বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে স্বাস্থবিধি মেনে ৬শত কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, বৃহৎ পরিসরে সেবামূলক কাজ করার নাম হল রাজনীত। তিনি আরও বলেন, রাজনীতির নামে দুর্বৃত্তপনা নয়; রাজনীতির নামে জনগণের সম্পদ লুট করা নয়; কথিত কিছু লোক রাজনীতির নামে জনগণের পেটে লাথি মারে, সম্পদ লুণ্ঠন করে জনগণকে কষ্ট দেয়; তারা আর যাই হোক রাজনীতিবিদ নয়! তারা রাজনীতির নামে একটা কিছু করে পকেট ভারি করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, উপজেলা আওয়ামিলীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নূর আজিজ বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য মোমেন উজ্জ্বল, শ্যামল সরকার, শহর আআওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাজহারুল ইসলাম কানু, জেলা যুবলীগ সদস্য বাশির উদ্দিন রিপন, মাহফুজুর রহমান, মাহবুবুর রশিদ শর্মিন, মাসুদ রানা, বাবুল মড়ল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে অনুষ্ঠান শেষ করেন।