সারাদেশে এসিআইয়ের সর্বোচ্চ সিমেন বিক্রি করায় ডিলার মো: মুনসুর আলীকে বিশেষ সম্মাননা প্রদান ও উপহার দিয়েছে এসিআই সিমেন।
এই স্লোগানে কিশোরগঞ্জে এসিআই সিমেন এর কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক লাইভস্টক এসিস্ট্যান্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
ডিলার মুনসুর আলী
রোববার সকালে কিশোরগঞ্জ শহরের স্থানীয় উবাই পার্কে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. কায়সার জামিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সিমেনের চীফ এডভাইজার ডা. হিরেন রঞ্জন ভৌমিক, ডা. এমএ সালেক ও বিজনেস ম্যানেজার মো. মোজফফর উদ্দিন আহমেদ।
প্রোডাক্ট ম্যানেজার ডা. মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অতিথিবৃন্দ সিমেন ডিলার ও কর্মীদের উদ্দেশ্যে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসিআই সিমেনের চীফ এডভাইজার ডা. এমএ সালেক সারাদেশে দ্বিতীয় স্থান অর্জনকারী কিশোরগঞ্জ সদরের মো. মুনসুর আলীর প্রসংশা করে বলেন, সবাই ওনার মতো হওয়ার চেষ্টা করুন। আমরা প্রয়োজনে একাধিক পুরষ্কারের ব্যবস্থা করবো।
এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানে ডিলার ও কর্মীদের জন্য র্যাফেল ড্র ও কাজের দক্ষতার ওপর নির্বাচিতদের পুরষ্কৃত করেন।