মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হেকিমকে সভাপতি ও আজহারুল ইসলাম রতনকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জেলা টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ডিলার এ্যাসোসিয়েশন’র ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখায় ৭৪ জন ডিলারের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করা হয় ।
এ কমিটিতে যারা রয়েছেন, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোঃ সুরুজ মিঞা, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম শরীফ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, কোষাধ্যক্ষ হাফেজ মোঃ মাহবুবুল আলম, প্রচার সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, কৃষি ও সমবায় সম্পাদক মোঃ কামরুল হাসান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আশরাফ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মনিরুজ্জামান রুবেল, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চন্দন কুমার সাহা ও ৮ জন কার্যকরীসদস্য সহ মোট ২৩ জন।
৩ বছর মেয়াদি কিশোরগঞ্জ জেলা টিসিবি ডিলার এ্যাসোসিয়েশন’র কমিটি ডিলার ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।