শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরপি- মেডিসিন) লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ আবিদুর রহমান ভূঁইয়া। তিনি শুধু একজন ভালো চিকিৎসকই নন, সে একজন ভালো মানুষ হিসেবেও পরিচিত। চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিকতাও সে এগিয়ে।

অজ্ঞাত রোগী
এই তো গেল সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন মানসিক বিকারগ্রস্ত একব্যক্তি তার নিজের নাম আর কুলিয়ারচর ছাড়া অন্য কিছুই বলতে পারেন না। হাসপাতালে ভর্তি হয়ে মেডিসিন ওয়ার্ড পর্যন্ত এসেছে, কিন্তু তার এই অবস্থা দেখে কেউ এগিয়ে না আসলেও এসেছেন ডাঃ আবিদুর রহমান ভুঁইয়া। তিনি তার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন এবং তার মোবাইলে ছবি এবং ভিডিও ধারণ করেন, তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে পরিবারে দৃষ্টিগোচরের জন্য পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ভাইরাল হলে রোগীর পরিবার সেটা দেখতে পায় এবং হাসপাতালে এসে তার পরিবার সেবা ও দায়িত্ব নেয়।

তার কাছ থেকে চিকিৎসা নিতে আসা রোগীর লাইন
প্রতিদিন তার নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্য ওয়ার্ডেও রোগী দেখতে যেতে হয় পরিচিত জনদের অনুরোধে। ডাঃ আবিদুর রহমান ভুঁইয়া কিশোরগঞ্জের সন্তান। তার সহানুভূতিশীল মনোভাব আমৃত্যু অটুট থাকুক। পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক এমনটিই কামনা করেন তার কাছ থেকে চিকিৎসা নেয়া সাধারণ মানুষ।
করোনাকালিন সময়েও তার অবদান ভুলার মত নয়। লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ হিসেবেও যতেষ্ট সুকৃতি রয়েছে।