‘সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি‘ ‘জেব্রাক্রসিং করলে ব্যবহার, নিশ্চিত হবে নিরাপত্তা সবার‘ ‘চালকের হাতে মোবাইল ফোন, মৃত্যু ঝুঁকিতে সবার জীবন‘ ‘ওভারলোড আর গতি যত, সড়ক জানমালের ক্ষতি তত‘ ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি‘।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মত কিশোরগঞ্জে জাতীয় সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নিরাপদ সড়ক চাই ( নিসচা), স্কাউট, পরিবহন মালিক ও শ্রমিকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দের সমন্বয়ে এক বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কাচারী বটতলা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সবাই অংশ নেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।
উক্ত সভায় নিরাপদ সড়ক বাস্তবায়নের উপর স্বাগত বক্তব্য দেন এবং সড়কের গতিসীমা, দুর্ঘটনার কারন ও প্রতিকার সহ নানান তথ্য ও প্রামান্যচিত্র প্রদর্শন করেন বিআরটিএ কিশোরগঞ্জের সহকারী পরিচালক বকতিয়ার উদ্দিন। অন্যান্যদের উপস্থিত হয়ে বক্তব্য দেন সিভিল সার্জন অফিসে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা)র সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন ভ‚ইয়া, নিরাপদ সড়ক চাই (নিসচা) উপদেষ্টা বাদল রহমান, সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক মোঃ হেলাল উদ্দিন মানিক, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সাংবাদিক মোস্তুফা কামাল, সাংবাদিক আলম সারোয়ার টিটু, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রম‚খ। এছাড়াও নিরাপদ সড়ক চাই এর সকল সদস্যগণ বি.আর.টি.এ ও সড়ক ও জনপদের সকল কর্মকর্তা কর্মচারী মোটরযান চালক শ্রমিক উপস্থিত ছিলেন।
উলেখ্য, ১৯৯৩ সালের আজকের এইদিনে (২২ অক্টোবর) মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মর্মান্তিকভাবে নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। এরপর থেকেই ইলিয়াস কাঞ্চন দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১ ডিসেম্বর ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শীর্ষক একটি সংগঠনের। যা আজ জাতীয়ভাবে পালিত হয়ে আসছে দেশব্যাপী।