কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচন নিকলী ১০নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের নির্বাচিত হয়েছেন।
১৭ অক্টোবর সোমবার নিকলী উপজেলা পরিষদ হল রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরুষ-নারী আলাদা বুথে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। নিকলীতে সর্ব প্রথম এই নির্বাচনের মাধ্যমে ইভিএম পদ্ধতি চালু হয়। মোট ভোট ৯৩ টি।
নির্বাচনে তালা প্রতীক নিয়ে দামপাড়ার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের । তিনি তালা প্রতীকে ৫৯ টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ জাকির হোসেন বাতেন কে পরাজিত করেন । মোঃ জাকির হোসেন বাতেন প্রাপ্ত ভোট ৩৩টি।
জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের বলেন, তিনি নিবার্চনের আগেই বলেছিলেন ভোটাররা প্রতিনিধি নির্বাচিত করতে ভুল করবে না। তারা এলাকার গুণী ও সম্মানী ব্যাক্তি। তৃনমুল জনগণের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত। তাদের প্রতি আমার বিশ্বাস ছিল। তারা আমার বিশ্বাসকে মুল্যায়ন করেছে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাকে বিজয়ী করতে ও সম্মান রক্ষার্থে ভোটারদের ভূমিকা ছিল অপরিসীম। আমি সংশ্লিষ্ট ভোটার ও উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা চাই। যেন সবাইকে নিয়ে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখতে পারি। সঠিক পথে জনগণের পাশে থাকতে পারি সেজন্য সকলের সদিচ্ছা ও সুদৃষ্টি কামনা করছি।