মোড়কের গায়ে উৎপাদনের নির্দিষ্ট তারিখের আগেই বাজারজাতকরণ করার কারণে ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ছয় দিনের মধ্যেই সাদিকা ফুড প্রোডাক্টকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কিশোরগঞ্জ পৌরসভাধীন ফাস্ট টাইম স্পেশাল কেকের প্রস্তুতকারক সাদিকা ফুড প্রোডাক্ট রাকুয়াইল, গাইটাল, কিশোরগঞ্জ নামের একটি প্রতিষ্ঠানকে মোড়কের গায়ে উৎপাদন তারিখের আগে বাজারজাতকরণ সীল মোহরের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৪৫ ধারায় ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার ৪ নভেম্বর হাসপাতাল রোড বটতলা বাংলাবাজার ডিপার্টমেন্টাল স্টোর থেকে ফাস্ট টাইম স্পেশাল নামের ৫০ টাকা মূল্যের একটি কেক ক্রয় করেন পৌরসভার বাসিন্দা আসাদুল হক। তারই করা ই-মেইলের মাধ্যমে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সাদিকা ফুড প্রোডাক্টকে এ অর্থদণ্ড করেন ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
অর্থদন্ডের ২৫ শতাংশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৭৬ (৪) ধারা মোতাবেক অভিযোগকারীকে প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে যাচ্ছি।