২৪ জানুয়ারি (মঙ্গলবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিকলী, কিশোরগঞ্জের পক্ষ থেকে সিংপুর ইউনিয়নে জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা (ভায়া), স্তন ক্যান্সার পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অত্র কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ।
ইউএনএফপিএ’র সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মসূচিতে সর্বমোট ৩৮২ জন রোগীকে বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার (ভায়া) ও স্তন ক্যান্সার পরীক্ষা করা হয়েছেয। পরীক্ষার পর রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহানা বিনতে সামিউল, ডা. তানজিনা আফরিন। জেলা এসআরএইচআর অফিসার ডা. রুবাইদা সহ এই কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ করেন চারু বালা দাস (নার্সিং সুপারভাইজার), মোছা. হ্যাপি আক্তার (নার্সিং ইনচার্জ), এসএসএন আফসারী, আখি আক্তার, রুমা, মিডওয়াই পপি, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ আব্দুর রহিম, এএইচআই সরুফা আক্তার, এম টি (ইপিআই) মোঃ নুরুদ্দিন, স্বাস্থ্য সহকারী আতাউর রহমান, ইমাম হোসেন, ইউসুফ আলী বাবর, নাজমুল ইসলাম, মহিউদ্দিন, সিএইচসিপি আরিফা এবং প্রজেক্ট অফিসার, পপি (এনজিও) সামশুন নাহার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন,”নিকলী উপজেলার সবচাইতে পশ্চাৎপদ এলাকা হিসেবে সিংপুর ইউনিয়নের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ও গ্রামীণ নারীদের স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন করতে আমাদের এই উদ্যোগ।” এই কর্মসূচিতে সার্বিকভাবে দিকনির্দেশনা প্রদান করার জন্য তিনি কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।