কিশোরগঞ্জে সুযোর্দয় সংগঠনের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে সুযোর্দয় সংগঠনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্প্রতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ,সদর উপজেলার নিবার্হী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার,জেলা জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি মিসেস সৈয়দা শায়লা খানম রিতু, এক্সিম ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ দিদারুল আরেফীন, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ। অনুষ্ঠানে ৫ শতাধিক শীতার্তকে কম্বল প্রদান করা হয়। এ সময় সুযোর্দয়ের সকল সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন স্থান হতে আগত শীতার্তবৃন্দ,জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।