করোনাভাইরাস নিয়ে জনসাধারণকে সচেতনা করতে গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বেসরকারি প্রতিষ্ঠান ব্রাকের উদ্যোগে একাত্ম হয়ে এই গানটি গেয়েছেন তিনি।
তার গাওয়া জনপ্রিয় গান ‘বুকটা ফাইট্টা যায়’র সুরেই সচেতনতামূলক গানটি গেয়েছেন মমতাজ। যা গতকাল ৩১ মার্চ, মঙ্গলবার উন্মুক্ত করা হয়।
এ প্রসঙ্গে মমতাজ বেগম একটি গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে করোনাভাইরাসকে কেন্দ্র করে যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় এগিয়ে আসা আমাদের কর্তব্য।’
সাধারণ মানুষকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করাকেও নিজের দায়িত্ব হিসেবে মনে করেন তিনি। সে জন্যই ব্র্যাকের এ উদ্যোগের সাথী হলেন মমতাজ।
তার গাওয়া এই গানটির কথা হলো, ‘প্রিয় দেশবাসী/ আমি আপনাদের সবার প্রিয় শিল্পী মমতাজ বলছি/ দেশে ফেরত বন্ধু যখন/ চোদ্দ দিন বাইরে না গিয়া/ সবার ভালোর কথা ভাইবা একলা রয়/ ঘরে একলা রয়/ মনটা ভইরা যায়/ ও মনটা ভইরা যায়।’