কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বা’মীর হাতে রহিমা খাতুন (৪৭) নামের এক নারীর মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বা’মীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপ’জেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া মুন্সীপাড়া গ্রামে। নিহত ব্যক্তি উপজেলা মসূয়া মুন্সী’পাড়া গ্রামের রতন মি’য়ার স্ত্রী ও একই ইউ’নিয়নের বেতাল গ্রামের মৃত মালুর মিয়ার মেয়ে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী।
পুলিশ ও পরিবার সূত্রে জানায়, রোববার ভোরে র’হিমা খাতুন সেহেরি খেয়ে নামাজ শেষ করে ঘু’মাতে যায়। পরে তার স্বামী হঠাৎ র’হিমার উপর এলোপাতারি ঘরের ব্য’বহারকৃত দা দিয়ে গলায় এবং নাকে-মুখে কু’পাতে থাকে।
এসময় ছোট কন্যা মা’রিয়া চিৎকার করে তার বা’বাকে আটকাতে গেলে তাকেও আহত করে ঘাতক রতন। পরে এলাকাবাসী বি’ষয়টি জানতে পেরে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল পরি’দর্শন করে মৃত ব্যক্তির লাশ কটিয়াদী থানায় নিয়ে আসে। এদিকে ঘটনার পর রতন মিয়া পালিয়ে গেলে তাকে পাশ্ব’বর্তী পাকুন্দিয়া উপ’জেলার দিগা’ম্বরদী গ্রাম থেকে আটক করা হয়।
ঘটনার সংবাদ পেয়ে ঘটনা’স্থল পরিদর্শন করে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সো’নাহর আলী বলেন, নিহত রহিমা খাতুনের আলা’মত গুলো জব্দ করা হয়েছে। লাশ ময়’না তদ’ন্তের পর ঘাতকের বি’রুদ্ধে আই’নানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।