বিগত ১৬ জুলাই ২০১৯ খ্রি: তারিখে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন বাংলাবাজার এলাকার ব্যবসায়ী ও নাবিসা পাবলিকেশন্স এর সত্বাধিকারী জনাব মোঃ ইসমাইল হোসেন। আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী । মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সরকারী শিশু পরিবার বালিকা কিশোরগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদে উপস্থিত ছিলেন তার ছোট ভাই সমাজসেবা অধিদফতর কিশোরগঞ্জের সহকারী পরিচালক জনাব মো: শহীদুল্লাহ, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা, কর্মচারীগন, তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী এবং সরকারী শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারী এবং কোমলমতি এতিম শিশুরা। ইসমাইল হোসেন এর অকাল মৃত্যু, তার কর্মজীবন, রাস্তায় সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়া, বেপড়ুয়া গাড়ি চালানো , অদক্ষ গাড়ি চালক ইত্যাদি বিষয়ে আলোচনা শেষে এতিম শিশুদের নিয়ে ইসমাইল হোসেন এর রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া করা হয় তার স্ত্রী, দুটি সন্তান এবং পরিবার বর্গের সবার জন্য। আল্লাহ যেন পরিবারের সকল কে তার অকাল মৃত্যুর শোক সইবার ক্ষমতা দেন । এই করোনা কালীন সময়ে সবার জন্য দোয়া করা হয়। ।
Post Views: 35