আমিনুল হক সাদী,কিশোরগঞ্জঃ নানা আয়োজনে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসনের কাযার্লয় হতে একটি যুব র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
দক্ষ যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড.এম এ আফজাল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মোঃ আতাউর রহমান। সভার সমন্বয়ক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ রোকন উৃদ্দিন ভুইয়া। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকতার্ জেড এ শাহাদাৎ হোসেন, কোর্স কোর্ডিনেটর তানিয়া প্রমুখ। সভাশেষে যুব সংগঠন সমূহকে যুব অনুদানের চেক বিতরণ করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকতার্ কর্মচারীগণ,যুব সংগঠনের প্রতিনিধিগণসহ কয়েক শতাধিক যুব নারী ও পুরুষগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর নানা মুখী কর্মসুচী বাস্তবায়ন করছে বলে জানা গেছে।