আশরাফুল ইসলাম তুষার:বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর(সোমবার)রাত ১২টা ১ মিনিটে কেক কাটা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ কেক কাটা অনুষ্ঠিত হয়।এরপর কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে এক আনন্দ মিছিল করে।মিছিল টি জেলা আওয়ামীলীগ অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা আওয়ামীলীগ অফিসের সামনে এসে শেষ হয়। এসময় কেক কাটা ও মিছিলে উপস্হিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা তারেক মিনহাজ কৌরাইশি ছোটন,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হাজী কামরুল ইসলাম কামরুল, জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক যুবলীগ নেতা মোঃ মোশারফ হোসেন মোল্লা বাবুল, গুরুদয়াল কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা প্রমুখ।