মনিটর ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদকে বদলি করা হয়ছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনরঞ্জন কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে তাকে নারয়ণগঞ্জ থেকে বদলি করে পুলিশ সদর দফতরের পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে।
নানা কারণে আলোচিত-সমালোচিত এসপি হারুন। বিভিন্ন সমাবেশে রাজনৈতিক বক্তব্য দিয়ে আলোচিত হয়েছেন এসপি হারুন।
পুলিশ সদর দফতরের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিসিএস-২০ ব্যাচের এ পুলিশ সুপার গেল নির্বাচনের আগে নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে বদলি হন। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। গাজীপুরের পুলিশ সুপার হওয়ার আগে এসপি হারুন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।
৩ নভেম্বর রোববার তাকে নারায়ণগঞ্জ থেকে পুলিশ সদর দফতরের ট্রেনিং রিজার্ভ (টিআর) হিসেবে বদলি করা হয়।