আশরাফুল ইসলাম তুষার:যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুরক্ষা কমিটি করিমগঞ্জের উদ্যোগে কতিপয় দাবী সম্বলিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১২নভেম্বর) সকাল ১০ টায় করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি কিশোরগঞ্জ এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক,লেখক,আকুথেরাপিস্ট রেজাউল হাবীব রেজার নেতৃত্বে মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাক্ষী,মামলারবাদী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।মানববন্ধনে বক্তারা দণ্ডপ্রাপ্ত রাজাকারদের রায় অবিলম্বে কার্যকর করা,সাক্ষীদের সুরক্ষা ও সম্ভাব্য সরকারী সুযোগ সুবিধা প্রদান,সাক্ষীদেরকে ‘সাক্ষীযোদ্ধা’ হিসেবে পরিচয়পত্র প্রদান,রাজাকার ও রাজাকার প্রজন্মদেরকে সকল প্রকার সংগঠন ও প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করাসহ কয়েকটি দাবী পেশ করেন।এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
করিমগঞ্জের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব মিয়া,মতিউর রহমান,যুদ্ধাপরাধ মামলার বাদী গোলাপ মিয়া,করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি শেখ আবুল মনসুর লনু,মুক্তিযোদ্ধার প্রজন্ম শাহিনুর রহমান,সাক্ষীর সন্তান শাহরিয়ার রশিদ অন্তর,মুক্তিযোদ্ধার সন্তান ও শহীদ পরিবারের সদস্য আনিসুর রহমান টুকু,সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার,আবুল কাশেম প্রমুখ।