মনিটর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র সোমবার জানিয়েছে গত আগস্ট মাসে তিনি ওই চিঠি পাঠিয়েছিলেন। দ্য গার্ডিয়ান
এই চিঠিতে উত্তর কোরিয়ার স্বল্প-পরিসরের মিসাইলের সর্বশেষ পরীক্ষা চালানোর এক সপ্তাহ আগের তারিখ রয়েছে যখন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পরমাণু আলোচনার স্থগিত ছিলো। এরপর ট্রাম্পকে উদ্দেশ্য করে উত্তর কোরীয় নেতা দ্বিতীয় চিঠি পাঠায়। সেই চিঠিতে কিম আরো একটি শীর্ষ সম্মেলনের আগ্রহের কথা লিখেছিলেন বলে একটি সূত্র স্থানীয় সংবাদপত্র জোংগ্যাং ইলবোকে জানায়। তবে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের পক্ষ থেকে এ ধরনের মন্তব্যের কোন জবাব দেয়নি।
গত সপ্তাহে স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘো সন হুই বলেছেন, চলতি মাসের শেষদিকে উত্তর কোরিয়া ব্যাপক আলোচনায় রয়েছে। ট্রাম্প পরবর্তী সময়ে বলেছিলেন যে তিনি এই বছরের শেষের দিকে কিমের সাথে দেখা করতে পারেন। এছাড়াও তিনি ৯ আগস্ট কিমের কাছ থেকে তিন পৃষ্ঠার একটি সুন্দর চিঠি পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন।