বাপ জানেনা মায়ের খবর
ছেলে ঠিকই জানে,
সেই ছেলেটার জন্ম নাকি
ভাইরাল কানে কানে!
বাঁচাল তো নয় তত্ত্বজ্ঞানী
কুঁড়িয়ে যাকে পাওয়া,
জ্ঞান রপ্তানি করতে বেটা
ভুল পালে দেয় হাওয়া।
গদ্য-পদ্যের নিয়ত কী হবে
তালিম দেয় সে ফেবুতে,
মুখে সেতো টকের রাজা
নয় এমন টক্ লেবুতে !
যা জানেনা বাপে তার
তাও জমা তার স্মৃতিতে,
সকল জান্তার দখলদারী
কলমে চায় জিতিতে!
কখন কাকে ম্যানশন করে
কী লিখে যায় তুলিতে,
সেই বোধিতে অর্থ জানতে
চামড়াটা চাই খুলিতে!
ফাল মারিয়া তাল দিতে চায়
চাল খাটায় সে দাবাতে,
সুক্ষ চালেই গুটি খেলতে
মত্ত নেশার বাবাতে !
~~~